স্টাফ রিপোর্টারঃ
পুর্ব শত্রুতার জেরে নেত্রকোনার ১১ নং কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের কালিয়ারা গ্রামের বি এন, পি থানা কাউন্সিলরের ১৭ বছরের শিশু ছেলে রিফাতকে হত্যার চেষ্টা করে, আওয়ামী, লীগের থানা কাউন্সিলরের ভাতিজা আলাল উদ্দিন এবং সালাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী। এলাকা বাসির সুত্রে যানা যায়, ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে, আসছিল এই ফ্যাসিবাদ সন্ত্রাসী বাহিনী।
গত ৫ই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানে
সরকার পতনে পরেও দাপট কমেনি, আলাউদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীর। তারই ধারাবাহিকতায় গত ৬ জানুয়ারি রোজ (সোমবার) বেলা ১২ঘটিকার সময় পুর্ব শত্রুতার জেরে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব পরিকল্পনা অনুযায়ী, হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বিএনপির কাউন্সিলরের লিটন এর শিশু সন্তান রিফাতের উপর। আঘাতের ফলে অচেতন হয়ে পড়ে রিফাত। মাটিতে লুকিয়ে পরার পরও থেমে থাকেনি অচেতন রিফাতের উপর অমানবিক নির্যাতন আলালউদ্দিন বাহিনীর। এমনকি আহত রিফাতকে হাসপাতালে নেয়ার সময় বাদা প্রধান করে, যেন বিনা চিকিৎসায় মারা যায় শিশু রিফাত, এই অবস্থা এলাকা বাসির সহযোগীতায় রিফাতকে উদ্দার করে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরন করা হয়। নেত্রকোণা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষ অবস্থায় শিশু রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু রিফাতের প্রাথমিক চিকিৎসার পর মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানায়, এবং দ্রুত উন্নত চিকিৎসার জন্য ,ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স ও হাসপাতাল (এন আই এন এস) প্রেরণ করেন। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
বর্তমানে রিফাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে এলাকা বাসি সুষ্ঠু তদন্তের মধ্যে আসামিদের কঠিন বিচার ধাবি করেন। এবং ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য মিথ্যা লুটপাটের নাটক জন্মদেয়,এ বিষয়ে রিফাতের বাবা সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচার দাবি জানান।
এ বিষয়ে নেত্রকোনা আদালতে রিফাতের পিতা লিটন মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন।