স্টাফ রিপোর্টারঃ
দৈনিক প্রতিদিনের সংবাদ ও ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোরের আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ নাসির আহমেদের জন্মদিন পালন করেছে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। গত শুক্রবার বিকেলে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মহিবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভি স্টাফ রিপোর্টার ভজন দাস, সময় টিভি স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আলপনা বেগম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, সৈয়দ মোঃ মাসুদুল হক, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মির্জা হৃদয় সাগর। এসময় উপস্থিত ছিলেন সাঈদ মাসুম, মুস্তাক আহমেদ,শেখ আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ নাসির আহমেদ । তিনি তাঁর বক্তৃতায় সাংবাদিকতায় আসাসহ সাংবাদিকতা জীবনের নানা স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করেন।
এ সময় তিনি আগামীর পথচলায় সবার সমর্থন এবং সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি জন্মদিন উৎসব আয়োজনের আয়োজকসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।