তাহিরপুর (সুনামগঞ্জ)সংবাদদাতা :
আই ফোন ও কিছু টাকার জন্য খুন করা হয়েছেন মা ও ছেলেকে। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান।
গত মঙ্গলবার ভোর রাতে সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন ফরিদা বেগম (৫৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।
এক সপ্তাহ আগে মিনহাজুল ইসলামের খালাত ভাই ফাহমিদ ও তার বন্ধু মিলে আইফোন ও কিছু টাকা চুরি করে পার্টি দিতে চেয়েছিল। কিন্তু ওই দিন বাসায় লোকজন বেশি থাকায় সম্ভব হয়নি।
মঙ্গলবার ভোর রাতে ফাহমিদ তার বন্ধুকে ফোন করে বাসায় নিয়ে আসে। আইফোন ও টাকা চুরির সময় মিনহাজ টের পেয়ে যায়। চুরির ঘটনা জেনে যাওয়ায় দুই বন্ধু মিলে দা দিয়ে কুপিয়ে মিনহাজকে জখম করে। মা ফরিদা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষনে মা-ছেলে দুজনই মৃত্যু বরন করে। ঘাতক দুই বন্ধু নিরাপদে পালিয়ে যায়। হত্যাকান্ডের সিনে আপরাধীকে সনাক্ত করে একদিন পর ঢাকা থেকে ফাহমিদকে আটক করে।
গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। খুনের সাথে জড়িত ওই দুই বন্ধু স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।
আটক ফাহমিদ তার মা নার্গিস বেগম ও বড় ভাইয়ের সাথে মিনহাজুলদের বাসায় কিছু যাবত বসবাস করে আসছেন ।