প্রতিনিধি 21 September 2024 , 4:27:39 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
মণিরামপুর উপজেলার নেহালপুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত ব্যবসায়ীরা স্বঃতস্ফুর্তভাবে ভোট প্রদান করেন। ওই বাজার কমিটি নির্বাচনে ২৪৩ ভোটের বিপরীতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে মোঃ বাবুল আক্তার এবং সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে ৯২ ভোট পেয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক পদে ডেগ প্রতীক নিয়ে ১৫৭ ভোট পেয়ে মোঃ আসাদুজ্জামান ও দপ্তর সম্পাদক পদে আম প্রতীক নিয়ে ১৭০ পেয়ে মোঃ কবীর হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১১ জন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি পদে জি,এম জহির উদ্দীন, সহ-সম্পাদক পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক পদে মোঃ রুবেল হাসান, কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল ওয়াদুদ দফাদার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজমুল হোসেন এবং সদস্য পদে মোঃ জাহিদ হাসান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আব্দুল হামিদ, মোঃ মাহবুব হাসান, মোঃ জালাল কাজী ও মোঃ আমিনুর রহমান। নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান মোল্লা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।