প্রতিনিধি 20 March 2025 , 4:04:05 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত, নোয়াখালী সদর প্রতিনিধি
আজ বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলার ওবাইদিয়া আলিম মাদ্রাসায় আন্তর্জাতিক দাতা সংস্থা এক্টিভ যুগেন্ডের আর্থিক সহায়তায়, ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মাওলানা মহিউদ্দীনের উদ্যেগে শিক্ষাবিদ ডাঃ মিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওবাইদিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক মাওঃ আতিক উল্লাহ এর সঞ্চালনায় ৭নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মাওলানা মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এক্টিভ যুগেন্ডের প্রেসিডেন্ট মেহমেদ আল বাজি।
এসময়ে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এক্টিভ যুগেন্ডের বাংলাদেশ প্রতিনিধি তাওহিদুল ইসলাম, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহাম্মেদ উল্লাহ্ সেলিম,ফরিদ্দুননেছা মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ তারেক আজিজ,
এসময়র স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে স্বেচ্ছাসেবী ধর্মপুর ঊষার আলোর স্বেচ্ছাসেবীবৃন্দ।
এসময়ে বক্তরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ।
হাফেজ মাওলানা মহিউদ্দীন বলেন, আন্তর্জাতিক দাতা সংস্থা এক্টিভ যুগেন্ড কয়েকবছর যাবত ধর্মপুর সহ সারাদেশে নানা উন্নয়নমূলক কাজ করতে আসতেছে।তিনি দাতা সংস্থার প্রেসিডেন্টসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।