সারাদেশ

নোয়াখালীতে উদ্বোধন হয়ে গেল হযরত ওমর (রাঃ) কমপ্লেক্সের অধীনে হযরত ওমর ফারুক (রা.) জামে মসজিদ

  প্রতিনিধি 21 March 2025 , 3:40:34 প্রিন্ট সংস্করণ

আসাদুজ্জামান রিফাত
নোয়াখালী সদর প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরের পূর্ব শুল্লুকিয়ার হযরত ওমর (রাঃ) কমপ্লেক্সের অধীন নতুন ভবন হযরত ওমর (রাঃ) জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে।ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা মহিউদ্দীন ও শিক্ষাবিদ ডাঃ মিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক দাতা সংস্থা এক্টিভ যুগেন্ড এর অর্থায়নে নব নির্মিত মসজিদটি আজ ২০ রমজান, ২১ মার্চ ২০২৫, রোজ শুক্রবার জুমার বয়ানের মধ্য দিয়ে উদ্বোধন হয়। উদ্বোধন উপলক্ষ্যে জুমায় বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামীক বক্তা ক্বারী আবদুল মান্নান ।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মাওলানা মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, এক্টিভ যুগেন্ডের প্রেসিডেন্ট মেহমেদ আল বা’জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান,এক্টিভ যুগেন্ডের বাংলাদেশ প্রতিনিধি তাওহিদুল ইসলাম, নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক, ডাঃ মিরাজুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা মহিউদ্দীন বলেন, আলহামদুলিল্লাহ প্রায় ৭কোটি টাকার ব্যায়ে দৃষ্টি নন্দন হযরত ওমর (রাঃ) কমপ্লেক্সের কাজ শেষ হয়ছে। এবং দাতা সংস্থার প্রেসিডেন্ট জনাব, মেহেমেদ আল বা’জীসহ দুইজন বিদেশি মেহমানের উপস্থিতিতে উদ্ভাবন সম্পূর্ণ হয়েছে। মহান আল্লাহ দাতা সংস্থা এক্টিভ যুগেন্ডকে মানুষের সেবায় বিশেষ করে মুসলিমদের সেবার নিয়োজিত থাকার তৌফিক দান করুক।
এবিষয়ে এলাকাবাসী জানায়, ধর্মপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিনের তত্ত্বাবধায়নে দাতা সংস্থার আর্থিক সহায়তায় আমরা একটি দৃষ্টিনন্দন মসজিদ পেয়েছি। হাফেজ মহিউদ্দিনের জন্য অনেক দোয়া রইলো তিনি যেন ভবিষ্যতে এরকম কর্মকান্ডে সর্বদা নিয়োজিত থাকতে পারেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ