অন্যান্য

নোয়াখালীতে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

  প্রতিনিধি 19 February 2025 , 8:09:04 প্রিন্ট সংস্করণ

 

আসাদুজ্জামান রিফাত,নোয়াখালী সদর প্রতিনিধিঃ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নোয়াখালী জেলা শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর জেলার উদ্যেগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

এর আগে বিকাল ২টা থেকে বিভিন্ন উপজেলা, থানা ও ইউনিয়ন শাখা থেকে নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হন। তারা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, মাওলানা এ টি এম মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা- নোয়াখালী অঞ্চল টিমের সদস্য, সাবেক নোয়াখালী জেলা আমীর মাওলানা আলা উদ্দিন, কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, মো: ইসমাইল হোসেন মানিক, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন নোয়াখালী জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম এবং নোয়াখালী শহর আমির মাওলানা মোঃ ইউসুফ, ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান প্রমূখ।

 

মাওলানা মাছুম বলেন, বিশ্বের জনগণ এটা জানে, আজ থেকে ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারনে এ টি এম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়েছে। একটি জালেম স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করি নাই। ৫ আগস্টের পরে এখনো কি জালেমের কারাগার অব্যাহত থাকবে? স্বৈরাচারের কারাগার কি অব্যাহত থাকবে? মজলুম কি মুক্তি পাবে না? ছয় মাস চলে গিয়েছে এখনো এটিএম আজহারুল ইসলামকে এই সরকার মুক্তি দেয়নি। কেন দেয়নি এটা আমাদের প্রশ্ন। কোন কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে? বাংলাদেশ সর্বস্তরের মানুষ তা জানতে চায়।

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ