আসাদুজ্জামান রিফাত, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে গাঁ*জাসহ নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার রাত ৯টার দিকে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক নজরুল ইসলাম কবিরহাটের ভূঁইয়ারহাট এলাকার সৌদিয়া বাজার এলাকার ৫নং ওয়ার্ডের নানার বাড়িতে বসবাস করে,সে ঐ এলাকার মোঃ হারুনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের বিরুদ্ধে এলাকার বিভিন্ন বাড়িতে চু*রির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।