অন্যান্য

নোয়াখালীতে চুরির সময় হত্যা সন্দেহভাজন আটক-১

  প্রতিনিধি 25 February 2025 , 10:15:34 প্রিন্ট সংস্করণ

আসাদুজ্জামান রিফাত,নোয়াখালী সদর প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার ৫নং বিনোদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জালিয়াল এলাকায় চুরি করতে গিয়ে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে।
২৪ ফেব্রুয়ারি , রাত আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি আলী আহমেদ ছাপরাশির বাড়িতে প্রবেশ করে তাছলিমা বেগম রোজি নামে এক নারীকে হত্যা করে। তিনি ওবায়দুল হকের স্ত্রী ও জালিয়াল গ্রামের বাসিন্দা।
রাত সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় নিজ কক্ষে পড়ে থাকতে দেখে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে সুধারাম থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।
পুলিশ এ ঘটনায় প্রধান সন্দেহভাজন স্থানীয় মো. তারেক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতিও উদ্ধার করা হয়েছে।
ভিকটিমের মরদেহ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ