প্রতিনিধি 21 February 2025 , 11:58:58 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত নোয়াখালী সদর প্রতিনিধিঃ
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্ন ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়ান্ন ইউনিয়ন শাখার উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়ান্ন ইউনিয়নের সেক্রেটারি এরশাদ খন্দকারের সঞ্চালনায়,নোয়ান্ন ইউনিয়নের আমীর মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার আমীর, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা মহিউদ্দিন,সদর উপজেলার সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম ,সদর উপজেলার মানব সম্পদ বিভাগের সম্পাদক হাফিজুর রহমান ইলিয়াস , প্রমূখ।
এসময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রভাষা বাংলা করার জন্য ভাষা সৈনিক হিসেবে লড়াই করেছেন অধ্যাপক গোলাম আযম। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে তার এই অবদানকে অস্বীকার করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, স্বল্প সময়ের মধ্যে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সুতরাং অনতিবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এবং সেই সাথে সাথে অবৈধ ট্রাইব্যুনাল দ্বারা জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন অনতিবিলম্বে জামায়াতের ফিরে দিতে হবে।