অন্যান্য

নোয়াখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতর

  প্রতিনিধি 27 February 2025 , 5:14:31 প্রিন্ট সংস্করণ

 

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদরের নেয়াজপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ৩৮টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান কামাল বাবরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) আঁখিনুর জাহান নীলা, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ