প্রতিনিধি 16 February 2025 , 6:29:38 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত,নোয়াখালী সদর প্রতিনিধিঃ
নোয়াখালীতে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে ঘটনা ঘটে।
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার নাম মো. কলিম উদ্দীন। তিনি নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি।
জানা গেছে, ৩নং নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজের নতুন ক্যাম্পাসে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় ইভটিজিং করে এবং চুরি-ছিনতাই করে। রোববার দুপুর ১টার দিকে তারা একটি মেয়েকে উত্ত্যক্ত করলে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতা কলিম উদ্দিন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কলিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন কলিম উদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছেন।