প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৫:২৬ পি.এম
নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ।

আসাদুজ্জামান রিফাত, নোয়াখালী সদর প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ১১ ই মার্চ সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসনকে কার্যালয়ের সামনে নারী নির্যাতন,ধর্ষণের প্রতিবাদে এবং সকল ধর্ষকের বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে । উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা অবিলম্বে ধর্ষনের সবোর্চ্চ শান্তি ও অল্প সময়ে মধ্যে ধর্ষনের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তারা আরো বলেন, আপনারা আমাদের মাবোনদের নিরাপত্তা না দিতে পারলে অতিদ্রুত পদত্যাগ করুন।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.