প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৩:৫১ পি.এম
নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা পেল ১২’শ রোগী

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় ১২ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অর্থায়ন করেন ইউপি চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাযহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।
স্থানীয়রা জানায়, সকাল ৯ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। প্রায় ১২ শত রোগীকে চুক্ষু চিকিৎসা পত্র, ২শত রোগীকে চশমা, ৬শত রোগীকে চোখের ড্রপ ও অন্যান্য ওষুধপত্র দেয়া হয়। এসময় ১শত চোখে ছানি পড়া রুগীকে প্রাথমিক বাছাই করে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পরিবহন যোগে নিয়ে যাওয়া হয়।
নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বলেন,অসহায় মানুষদের কষ্টের কথা বিবেচনা করে, বিশেষ করে যারা অর্থের অভাবে চোখে ছানি অপারেশন করতে পারে না তাদের অন্ধত্বের হাত থেকে বাঁচাতে আমারে প্রচেষ্টা। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.