অন্যান্য

নোয়াখালীতে ব্যবসায়ীকে কারাদণ্ড 

  প্রতিনিধি 4 March 2025 , 2:38:23 প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক আসাদুজ্জামান

নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের ৯৮ হাজার টাকা জরিমানা করেছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

নোয়াখালী প্রতিনিধিঃসোমবার (৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম পৃথক অভিযানে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।

 

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহতাব উদ্দিন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

খাদ্যে ভেজাল, মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ভোজন বিলাসকে ৩০ হাজার, তাজ নাহার স্টোরকে ৫ হাজার, মিক্সফুডকে ১০ হাজার, রস মেলা’র ১৫ হাজার, সহিদ স্টোরকে ২ হাজার, জহিরুল স্টোরকে ২ হাজার ইয়াছিন স্টোরের ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

একই অপরাধে সেবারহাট বাজারের ভূঁইয়া হোটেলকে ৫ হাজার, মুসলিম হোটেল ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় মুসলিম হোটেল মালিক গাজী সামছুল হককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পচা, মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করে খালে ফেলে ধ্বংস করা হয়েছে।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ