উপজেলা প্রতিনিধি, নোয়াখালী সদর: “মানবের সেবায় রবের সন্তুষ্টি ” এই মুলমন্ত্রকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নোয়াখালীতে ধর্মপুর ঊষার আলোর এর অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন “ধর্মপুর ঊষার আলো ” এর আয়োজনে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ওবাইদিয়া আলিম মাদ্রাসা মাঠে ৯৩ অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে এই ইফতার প্যাকেজ বিতরণ করা হয়।
ধর্মপুর ঊষার আলোর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিফাতের সঞ্চালনায় সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মপুর ঊষার আলোর প্রধান উপদেষ্টা,৭নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা মহিউদ্দিন,ধর্মপুর ঊষার আলোর উপদেষ্টা মাওঃ আতিক উল্লাহ, ধর্মপুর ঊষার আলোর সহ-সভাপতি নুর আলম রাব্বি, ধর্মপুর ঊষার আলোর অর্থ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ
এসময় উপদেষ্টা মাওঃ আতিক উল্লাহ বলেন, ধর্মপুর ঊষার আলো ছাত্র ও যুবকদের সমন্বয় পরিচালিত একটি সামাজিক সংগঠন। যেখানে যুবকরা নাচ গান সহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা সেখানে ধর্মপুর ঊষার আলোর সদস্যরা সামাজিক কাজ করছে। ছাত্র ও যুবকদের এই মহতি কার্যক্রম কে আরো বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিফাত বলেন, মানবের সেবায় রবের সন্তুষ্টি এই একটি কথাকে ধারন করেই আমরা এই সংগঠন পরিচালনা করে আসছি। আমার পূর্বের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ গরীব অসহায় পরিবারের মাঝে ইফতার প্যাকেজ বিতরণ করতে সক্ষম হয়েছি।এই কাজে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে,শ্রম দিয়ে সাহায্য করছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। মহান মালিক ধর্মপুর ঊষার আলো সংগঠনকে ভবিষ্যতে ও এরকম কার্যক্রম পরিচালনা তৌফিক দান করুক।