আসাদুজ্জামান রিফাত,নোয়াখালী সদর প্রতিনিধিঃ নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গত ৭ দিনে ৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম মডেল থানার ছাত্রলীগের সক্রিয় সদস্য নাঈমুল ইসলাম বিকি (৩২), যুবলীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন পিয়াল (৩৮), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান (৫২), কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন (৪৫), পৌরসভা যুবলীগের সদস্য তানভীর হোসেন (৩৯) ও হাতিয়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য রুবেল হোসেন (২৭)।