প্রতিনিধি 14 February 2025 , 6:27:36 প্রিন্ট সংস্করণ
আসাদুজ্জামান রিফাত,সদর (নোয়াখালী) প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে গত ৫ দিনে নোয়াখালীতে মোট ৫৬ জন আওয়ামী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথবাহিনী।
গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান (৪২),জেলা ছাত্রলীগের সদস্য, মঞ্জুরুল রহমন ইকন (২৩),মো. ইমতিয়াজ সুমন (২৯), মো. হৃদয় (২৪), মো. হাসান (১৯), আমজাদ হোসেন বাপ্পি (২৫), তমরুদ্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন (২৮), খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নোমান হোসেন (৩৩), যুবলীগ সদস্য মো. আরিফুল ইসলাম (৩৩), মো. নাসির (৩১),চাটখিল পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. একরাম উল্লাহ ফরিদ (৪০), চৌমুহনী পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক যুবলীগ সভাপতি মো. আখতারুজ্জামান (৪৫) ও এখলাশপুর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুর রহমান জনি (২৮)।
যৌথবাহিনী জানায়,অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান চলমান থাকবে।