অন্যান্য

নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে মাজার ভাঙচুর, আহত ১০

  প্রতিনিধি 20 February 2025 , 2:18:45 প্রিন্ট সংস্করণ

 

আসাদুজ্জামান রিফাত, নোয়াখালী সদর প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে শাহ্সূফী আইুব আলী দরবেশের মাজারে ব্যাপক হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে একদল লোক এ হামলা ভাঙচুর চালায়। এসময় ওরশের প্যান্ডেলসহ পুরো মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে মাজার ভক্তরা জানিয়েছে।

 

খবর পেয়ে নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সুধারাম থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কালাদরাপ ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের শাহ্সূফী আইুব আলী দরবেশের মাজারে আজ থেকে তিন দিনব্যাপী ৫৭তম ওরশ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল।

 

একইদিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিকাল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে শতাধিক লোক লাঠিসোটা নিয়ে মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় নারীসহ অন্তত ১০ জন মাজারভক্ত আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সুধারাম থানা–পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

সুধারাম মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দিচ্ছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ