সারাদেশ

নোয়াখালী সদর উপজেলায় ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত।

  প্রতিনিধি 11 February 2025 , 7:45:59 প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালীর সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো– ১নং চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা (৫),ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো. আরাফাত (৪) । স্থানীয় একটি কেজি স্কুলে আসমা দ্বিতীয় শ্রেণির ও আরাফাত প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরাফাতের বাবা আবুল কালাম (৩০)।

স্থানীয়রা জানান, সকাল সোয়া ৮টার দিকে আবুল কালাম বাইসাইকেলে করে ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে তাদের স্কুলে নামিয়ে দিতে যাচ্ছিলেন। সাইকেলটি উপজেলার চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে ভূঞা বাড়ির দরজায় পৌঁছালে স্থানীয় নতুনহাট বাজারগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ