প্রতিনিধি 11 February 2025 , 7:45:59 প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালীর সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের ইসলামীয়া সড়কের বৈকন্ঠপুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো– ১নং চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে আসমা (৫),ফরিদাবাদ গ্রামের আবুল কালামের ছেলে মো. আরাফাত (৪) । স্থানীয় একটি কেজি স্কুলে আসমা দ্বিতীয় শ্রেণির ও আরাফাত প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরাফাতের বাবা আবুল কালাম (৩০)।