আসাদুজ্জামান রিফাত
শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) নোয়াখালী মাইজদীর নাইস গেষ্ট হাউসে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলা শাখার ইউনিয়ন ও বিভাগীয় দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ২০২৫ এর ওয়ারিন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামে নোয়াখালী জেলা মজলিসে শুরা সদস্য,সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির, হাফেজ মাওলানা মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলার নায়েবে আমির, মাওলানা নিজাম উদ্দিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলার কর্মপরিষদ সদস্য, নাজমুল ইসলাম শামীমসহ উপজেলা শুরা সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে ২০২৫ সালের পরিকল্পনা উপস্থাপন করেন- ডা.মিরাজুল ইসলাম,জেলা মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি ,নোয়াখালী সদর উপজেলা। নির্বাচন বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-অধ্যপক শরীফ হোসাইন,উপজেলা সহসেক্রেটারি ও বিভাগীয় সম্পাদক। অর্থ বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা তারেক আজিজ তাজেরী,সম্পাদক, উপজেলা বায়তুলমাল বিভাগ। শিক্ষক ফেডারেশনের পরিকল্পনা উপস্থাপন করেন,মাওলানা কাজী মোঃ নূরুল হক সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন।মানব সম্পদ ও তালিমুল কুরআন বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা হাফিজুর রহমান ইলিয়াস,সেক্রেটারি, মানব সম্পদ উন্নয়ন বিভাগ।পেশাজীবি বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা মনিরুল ইসলাম ,সভাপতি, পেশাজীবি বিভাগ। যুব বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-এডভোকেট আব্বাস আলী খাঁন,সভাপতি, যুব বিভাগ।শ্রমিক বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-ডা. মমিন উল্লাহ,সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন। উলামা বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা মাহবুবুর রহমান,সভাপতি, উলামা বিভাগ ও আমির, চরমটুয়া ইউনিয়ন। আইসিটি বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-আব্দুল্যাহ আল মামুন ,সেক্রেটারি, আইসিটি বিভাগ ও আমির, নোয়ান্নই ইউনিয়ন। প্রচার ও মিডায়া বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-অধ্যক্ষ আব্দুল হান্নান,সেক্রেটারি, প্রচার-মিডায়া বিভাগ ও আমির, নোয়াখালী ইউনিয়ন। কৃষি ও সাংস্কৃতিক বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা আবুল বাশার,সেক্রেটারি, কৃষি-অর্থনীতি বিভাগ ও আমির, ধর্মপুর ইউনিয়ন। সমাজকল্যাণ বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাষ্টার নজরুল ইসলাম ,সেক্রেটারি, সমাজকল্যাণ বিভাগ ও আমির, এওজবালীয়া ইউনিয়ন। শিল্প ও বাণিজ্য বিভাগের পরিকল্পনা উপস্থাপন করেন-মাওলানা সাইফুল ইসলাম আলী ,সেক্রেটারি, শিল্প-বাণিজ্য বিভাগ ও আমির, কালাদরাপ ইউনিয়ন।
এ সময়ে আমাদের জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার আওতাভুক্ত সকল ইউনিয়ন জামায়াতের আমির -সেক্রেটারি ,যুব বিভাগ,পেশাজীবী বিভাগ, উলামা বিভাগ, নির্বাচন বিভাগ, আইসিটি বিভাগ, শিল্প ও বানিজ্য বিভাগ, কৃষি-অর্থনীতি বিভাগ, সংস্কৃতি বিভাগ ,শিল্প ও বাণিজ্য বিভাগসহ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা ও ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।