আসাদুজ্জামান রিফাত নোয়াখালী সদর প্রতিনিধিঃ
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারী) নোয়াখালীর নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে নোয়াখালী সরকারি কলেজ দাওয়াহ সার্কেলের উদ্যেগে পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিবের রাসুল সাঃ অবমাননা এবং ফ্যাসিস্ট রেজিমের র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে কলেজের কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।