অন্যান্য

পঞ্চগড়ে আটজন জেলা সমন্বয়কের পদত্যাগ! 

  প্রতিনিধি 28 December 2024 , 6:22:18 প্রিন্ট সংস্করণ

শাহিনুর রহমান

 

পঞ্চগড় প্রতিনিধি

 

২৬-১২-২৪ বৃহস্পতিবার মাহফুজ রহমান নামের একজন জেলা সমন্বয়ক তার ফেসবুক পেজে এমন পোস্ট করেন,

মাহফুজ রহমান সহ আটজন সমন্বয়ক এর বক্তব্য হল।

পঞ্চগড় জেলা সমন্বয়ক থেকে পদত্যাগ প্রসঙ্গে

❝আমরা ৮ জন পদত্যাগ করিলাম❞

আপনারা অবগত আছেন সর্বস্তরের ছাত্রজনতার ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে দীর্ঘ ১ মাস লড়াইয়ের পর ৫ই আগস্ট এই দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে।

অভ্যুত্থানের পর প্রতি জেলার ন্যায় আমাদের জেলাতেও একটা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। আন্দোলনের সক্রিয় সদস্যদের মধ্যে আমরাও সমন্বয়ক ছিলাম। শুরুতে ভেবেছিলাম এই কমিটি হয়তো নিঃস্বার্থভাবে কাজ করে যাবে তাই আমরা কোন দ্বীমত পোষন করিনি।

 

কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা লক্ষ্য করেছি আমাদের এই সমন্বয়ক কমিটির কিছু সদস্যের কার্যক্রম স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারা গুটি কয়েকজন গোটা সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে সর্বদাই নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে। যেটা ব্যক্তিগত ভাবে আমরা সমর্থন করি না। আমরা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে সুতরাং এখন যদি সেখানে স্বার্থের প্রশ্ন উঠে সেটা আমরা কোন ভাবেই প্রশ্রয় দিব না।

অভ্যুত্থানের পর আমরা সুবিধা নেব আর আমার অন্য ভাইয়েরা সুবিধাবঞ্চিত হবে এটা আমাদের ব্যক্তিগত কাম্য ছিলনা। আমরা মনে করি আন্দোলন করার সময় যেহেতু সকল ছাত্রজনতার সংগ্রাম ছিল সুতরাং সুবিধা পেলে সবারই পাওয়ার উচিৎ!

এখন দেশে প্রশাসন আছে, দায়িত্বশীলরা আছেন, তাই আমরা মনে করি এখন এই স্বার্থকেন্দ্রীক সমন্বয়ক কমিটির কোন প্রয়োজন নেই।

সেজন্য আমিও আমার পড়াশোনা, ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চাই। আজকে পর আমি কোন সমন্বয়ক নই, আমি একজন সাধারণ শিক্ষার্থীমাত্র।

আর আজকের পর আমার চোখে কোন অন্যায়, দুর্নীতি, অনিয়ম পরিলক্ষিত হলে আমি সাধারণ শিক্ষার্থী হয়েই প্রতিবাদ করব ইংশা আল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দারাতে আমার কোন সমন্বয়ক ট্যাগের দরকার নেই।যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তাদের কোন ট্যাগ লাগে না।

আমরা চাইনা সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা বিভাজন থেকে যাক। সমন্বয়ক হয়ে একদল সুবিধা ভোগ করুক আর সাধারন শিক্ষার্থী হয়ে আরেকদল সুবিধা বঞ্চিত হোক।

 

দেশ ও জাতির প্রয়োজনে যদি আবারও মাঠে নামতে হয়, আবারও যদি জীবন দেওয়ার প্রশ্ন উঠে ইংশাআল্লাহ সবার আগে আমাকে পাবেন।

 

মাহফুজুর রহমান আরো বলেন, আজকের পর থেকে সমন্বয়কদের মধ্যে কেউ যদি কোন অনাকাঙ্ক্ষিত কিছু করে সেক্ষেত্রে দয়া করে আমাদের জরাবেন না। আজকের পর আমি/ আমরা সমন্বয়কদের কোন কাজের দায়ভার নিব না।

পদত্যাগকারী সমন্বয়কবৃন্দের তালিকা :-

১।মো: মাহফুজ রহমান

২। মো: আক্তারুজ্জামান আকতার

৩। মো: আবু হাসান

৪। মোছা: সাদিকা উম্মি

৫। মোছা: সোনিয়া আক্তার জুঁই

৬। মোছা: ইতি আক্তার

৭।মোছা: সুরাইয়া আক্তার শশী

৮। মোছা: শারমিন আক্তার

 

 

আরও খবর

ঢাকা সাভারে বকেয়া বেতনের দাবিতে দুই সড়কে শ্রমিকদের বিক্ষোভ

সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া

মোংলা-খুলনা মহাসড়কের ১০ কিলোমিটার রাস্তার বেহাল দশা

যশোরে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ ১২ মামলার আসামি মিন্টু গাজি গ্রেফতার

নওগাঁয় জাল সনদ ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নেওয়া ২০ শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

                   

জনপ্রিয় সংবাদ