অন্যান্য

পঞ্চগড়ে আটজন জেলা সমন্বয়কের পদত্যাগ! 

  প্রতিনিধি 28 December 2024 , 6:22:18 প্রিন্ট সংস্করণ

শাহিনুর রহমান

 

পঞ্চগড় প্রতিনিধি

 

২৬-১২-২৪ বৃহস্পতিবার মাহফুজ রহমান নামের একজন জেলা সমন্বয়ক তার ফেসবুক পেজে এমন পোস্ট করেন,

মাহফুজ রহমান সহ আটজন সমন্বয়ক এর বক্তব্য হল।

পঞ্চগড় জেলা সমন্বয়ক থেকে পদত্যাগ প্রসঙ্গে

❝আমরা ৮ জন পদত্যাগ করিলাম❞

আপনারা অবগত আছেন সর্বস্তরের ছাত্রজনতার ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে দীর্ঘ ১ মাস লড়াইয়ের পর ৫ই আগস্ট এই দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে।

অভ্যুত্থানের পর প্রতি জেলার ন্যায় আমাদের জেলাতেও একটা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিল। আন্দোলনের সক্রিয় সদস্যদের মধ্যে আমরাও সমন্বয়ক ছিলাম। শুরুতে ভেবেছিলাম এই কমিটি হয়তো নিঃস্বার্থভাবে কাজ করে যাবে তাই আমরা কোন দ্বীমত পোষন করিনি।

 

কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমরা লক্ষ্য করেছি আমাদের এই সমন্বয়ক কমিটির কিছু সদস্যের কার্যক্রম স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে। তারা গুটি কয়েকজন গোটা সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে সর্বদাই নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছে। যেটা ব্যক্তিগত ভাবে আমরা সমর্থন করি না। আমরা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে সুতরাং এখন যদি সেখানে স্বার্থের প্রশ্ন উঠে সেটা আমরা কোন ভাবেই প্রশ্রয় দিব না।

অভ্যুত্থানের পর আমরা সুবিধা নেব আর আমার অন্য ভাইয়েরা সুবিধাবঞ্চিত হবে এটা আমাদের ব্যক্তিগত কাম্য ছিলনা। আমরা মনে করি আন্দোলন করার সময় যেহেতু সকল ছাত্রজনতার সংগ্রাম ছিল সুতরাং সুবিধা পেলে সবারই পাওয়ার উচিৎ!

এখন দেশে প্রশাসন আছে, দায়িত্বশীলরা আছেন, তাই আমরা মনে করি এখন এই স্বার্থকেন্দ্রীক সমন্বয়ক কমিটির কোন প্রয়োজন নেই।

সেজন্য আমিও আমার পড়াশোনা, ক্যারিয়ারের দিকে ফোকাস করতে চাই। আজকে পর আমি কোন সমন্বয়ক নই, আমি একজন সাধারণ শিক্ষার্থীমাত্র।

আর আজকের পর আমার চোখে কোন অন্যায়, দুর্নীতি, অনিয়ম পরিলক্ষিত হলে আমি সাধারণ শিক্ষার্থী হয়েই প্রতিবাদ করব ইংশা আল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দারাতে আমার কোন সমন্বয়ক ট্যাগের দরকার নেই।যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তাদের কোন ট্যাগ লাগে না।

আমরা চাইনা সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা বিভাজন থেকে যাক। সমন্বয়ক হয়ে একদল সুবিধা ভোগ করুক আর সাধারন শিক্ষার্থী হয়ে আরেকদল সুবিধা বঞ্চিত হোক।

 

দেশ ও জাতির প্রয়োজনে যদি আবারও মাঠে নামতে হয়, আবারও যদি জীবন দেওয়ার প্রশ্ন উঠে ইংশাআল্লাহ সবার আগে আমাকে পাবেন।

 

মাহফুজুর রহমান আরো বলেন, আজকের পর থেকে সমন্বয়কদের মধ্যে কেউ যদি কোন অনাকাঙ্ক্ষিত কিছু করে সেক্ষেত্রে দয়া করে আমাদের জরাবেন না। আজকের পর আমি/ আমরা সমন্বয়কদের কোন কাজের দায়ভার নিব না।

পদত্যাগকারী সমন্বয়কবৃন্দের তালিকা :-

১।মো: মাহফুজ রহমান

২। মো: আক্তারুজ্জামান আকতার

৩। মো: আবু হাসান

৪। মোছা: সাদিকা উম্মি

৫। মোছা: সোনিয়া আক্তার জুঁই

৬। মোছা: ইতি আক্তার

৭।মোছা: সুরাইয়া আক্তার শশী

৮। মোছা: শারমিন আক্তার

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ