অন্যান্য

পঞ্চগড়ে ঘন কুয়াশা, জেঁকে বসছে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

  প্রতিনিধি 13 December 2024 , 7:16:40 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়, এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে তেতুলিয়া । গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও তা কমে আজকে শীতের তীব্রতা বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ।

মাঝেমধ্যে সূর্যের দেখা মিললেও তাপ ছড়াতে পারে না কুয়াশার কারণে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে ছিল জেলার রাস্তাঘাট।

সকালে ঘন কুয়াশা থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে উত্তর থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে ঠান্ডার তীব্রতা বাড়ায় বিপাকে পড়তে দেখা গেছে নিম্ন আয়ের লোকজনকে

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জাম বলেন, ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ওঠানামা করায় এ জেলায় বাড়ছে শীতের তীব্রতা। একই সঙ্গে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও কমে আসছে। আগামীতে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।

পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) মো. সাবেত আলী বলেন, হিমালয়ের পাদদেশে পঞ্চগড়ের অবস্থান হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছর একটু বেশি থাকে। এ সময়টিতে সব থেকে বেশি বিপাকে পড়েন সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাদের মধ্যে উষ্ণতা ছড়াতে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

শাহিনুর রহমান

পঞ্চগড় প্রতিনিধি

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ