প্রতিনিধি 23 February 2025 , 10:58:41 প্রিন্ট সংস্করণ
২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির পিলখানা গণহত্যার শহীদদের স্মরণে “শহীদ সেনা দিবস” ঘোষণার দাবিতে পঞ্চগড় জেলা জাগপা ছাত্রলীগের উদ্যোগে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে দলটির নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, পিলখানার মর্মান্তিক হত্যাযজ্ঞে দেশের অভিজ্ঞ ও চৌকস সামরিক কর্মকর্তারা প্রাণ হারান, যা জাতীয় নিরাপত্তার জন্য চরম আঘাত ছিল।
মানববন্ধনে জাগপা ছাত্রলীগ নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রতিবছর ২৫শে ফেব্রুয়ারিকে “শহীদ সেনা দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং এ ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা জাতির রক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ সেনাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি