অন্যান্য

পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

  প্রতিনিধি 18 February 2025 , 3:42:01 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে কেক কাটা, পায়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এস. এম. কবির হাসান, ক্যাম্প কমান্ডার মেজর ইমরুল কায়েস মেহেদী, সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর, পায়রা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার ইরফানুল আল রিফাত, জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি
বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনি বলেন, “জাতীয় নিরাপত্তার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে আনসার বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিনীর সদস্যরা দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা আনসার ও ভিডিপি বাহিনীর প্রশংসা করেন এবং দেশের নিরাপত্তা ও মানবিক কার্যক্রমে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে সমাবেশ শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
সমাবেশে অংশ নেওয়া এক ভিডিপি সদস্য বলেন, “এই বাহিনীর প্রশিক্ষণ আমাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। ভবিষ্যতে আরও দক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে চাই। এই সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এতে জেলার বিভিন্ন পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ