অন্যান্য

পটুয়াখালীতে ওলামা মাশায়েখদের বিক্ষোভ মিছিল; পাচঁ দফা দাবীতে স্মারকলিপি প্রদান।

  প্রতিনিধি 20 December 2024 , 5:09:42 প্রিন্ট সংস্করণ

 

 

হৃদয় চন্দ্র (পটুয়াখালী)

 

টঙ্গী ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সাথীদের উপর হামলাকারী সাদপন্থী সন্ত্রাসী খুনিদের বিচারের দাবিতে সাদপন্থী বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশের নিষিদ্ধ করা ও পটুয়াখালী মারকাজ মসজিদ ব্যবহার নিষিদ্ধ করার সহ ৫ দফা দাবিতে পটুয়াখালী জেলার ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা পটুয়াখালী জেলা মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর কাছে ৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেয়া হয়।

পাঁচ দফা দাবীর মধ্যে ছিল গত ১৭ ডিসেম্বর রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ সাথীদের ওপর অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি দিতে হবে।

পটুয়াখালী জেলায় সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ।

পটুয়াখালী জেলা থেকে যেসব সন্ত্রাসী টঙ্গীর নিশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ ও তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।

পটুয়াখালী সাদপন্থী সন্ত্রাসীদের গডফাদার আব্দুল হাই হাওলাদার, মাহমুদুর রহমান লিটু ও আল আমিনসহ সকল গডফাদারদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে।

পটুয়াখালী মারকাজ মসজিদে সাদ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বেফাক পটুয়াখালী জেলা শাখার সভাপতি

মোঃ আব্দুল হক কাওসারীর সভাপতিত্ব জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, তাবলীগ জামাত সদস্য মাওলানা আবু তাহের সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ