অন্যান্য

পটুয়াখালীতে দশম শ্রেণির শিক্ষার্থীর উপর সন্তাসী হামলা।

  প্রতিনিধি 25 September 2024 , 6:00:06 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ হোসেন সাগর 

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী) 

পটুয়াখালীর বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তানভির হাসান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠী ও ভুক্তভোগী পরিবারের অভিভাবকরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে স্কুল চলাকালীন সময়ে স্থানীয় চিন্হিত সন্ত্রাসী হাসান বিদ্যালয়ের ভেতরে ঠুকে তানভীরকে ডেকে রাজিব, রিয়াজসহ বেশকিছু লোক ধোপা বাড়ি নিয়ে বেধড়ক ভাবে মারধর শুরু করে। পরে তানভীরের পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করে হাসানরা। পরে স্থানীয়রা ও তানভীরের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তানভীর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে তানভীরের সহপাঠীরা বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করতে চাইলে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকরা শিক্ষার্থীদের মানববন্ধন করতে নিষেধ ও বাঁধ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

তানভীরের মা তাসলিমা বেগম জানান, আমার ছেলেকে এর আগেও দুবার বিভিন্ন জায়গা নিয়ে মারধর করে এই হাসান, রাজিব ও রিয়াজরা। এবার বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে হাসান ডেকে নিয়ে বেধড়ক ভাবে তানভীরকে মারধর করে। আমার একটা মাত্র ছেলে অনেক কস্ট করে বড় করেছি। ছেলেটাকে খুব করুন ভাবে মারছে। কিসের জন্য এমনটা তানভীরকে মারধর করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাসলিমা বেগম বলেন, আমার ছেলের সাথে স্থানীয় নুরু খা এর মেয়ের সাথে নাকি প্রেমের সম্পর্ক আছে। তাই নুরু খা এর ভাইয়ের ছেলেরা আমার ছেলেটাকে মারধর করে। তাই এ ঘটনায় সাবেক মেম্বার সোহরাব খার ছেলে হাসান, রিয়াজ ও রাজিবের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন তিনি৷ এছাড়া বিদ্যালয় কতৃপক্ষ এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তানভীরের সহপাঠীরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ