প্রতিনিধি 1 November 2024 , 4:51:26 প্রিন্ট সংস্করণ
হৃদয় চন্দ্র
উপজেলা ক্রাইম রিপোর্টার (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় আগুনমুখা, দাঁড়চিড়া, তেঁতুলিয়া নদীতে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৭০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার জাল (যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা) জব্দ করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ১০ জন জেলেকে ৫ দিন করে জেল ও ১৮ জন জেলেকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বঙ্গোপসাগরের নিকটবর্তী নদীতে এই অভিযান চালানো হয়।
অভিযানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, গলাচিপা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী প্রমুখ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জালগুলো উলানিয়া বন্দরের কাছে পোড়ানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, ৩ নভেম্বর পর্যন্ত এরকম অভিযান চলমান থাকবে।