অন্যান্য

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেফতার

  প্রতিনিধি 8 March 2025 , 3:49:38 প্রিন্ট সংস্করণ

 

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

 

 

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বড়ই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান তাকে বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণচেষ্টা চালায়।

 

এসময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোনো রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। শুক্রবার রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম দিতে গিয়ে বাম পাশের একটি অংশ ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ