অন্যান্য

পটুয়াখালীর বাউফলে প’রকী’য়ার বলি কিশোরী উর্মী, হ’ত্যা স্বীকার করলেন মা, বাবা ও দুলাভাই

  প্রতিনিধি 27 August 2025 , 5:11:01 প্রিন্ট সংস্করণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে মা ও দুলাভাইয়ের প’রকী’য়া সম্পর্ক দেখে ফেলায় ১৫ বছর বয়সী কিশোরী উর্মীকে হ’ত্যা করা হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিহত উর্মীর মা আমেনা বেগম, বাবা নজরুল ইসলাম ও দুলাভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হ’ত্যা’র দায় স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাত দেড়টার দিকে উর্মী নিখোঁজ হওয়ার নাটক সাজায় তার পরিবার। দুই দিন পর, ২৩ আগস্ট (শনিবার) সকাল ৮টার দিকে পাশের কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই মেয়ের বাবা নজরুল ইসলাম বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তবে তদন্তে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন নিহতের মা আমেনা বেগম, বাবা নজরুল বয়াতি ও দুলাভাই কামাল হোসেন (৩২)। এক সপ্তাহের তদন্ত শেষে গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যার দায় স্বীকার করেন।

পুলিশ জানায়, উর্মী তার মা আমেনা বেগম ও দুলাভাই কামালের অবৈধ সম্পর্ক দেখে ফেলেছিল। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার রাতে উর্মীকে বেদম মারধরের পর গলাটিপে হত্যা করা হয় এবং পরে মরদেহ ফেলে দেওয়া হয় কুম্ভখালী খালে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার শুরু থেকেই আমরা তিনজনকে নজরদারিতে রেখেছিলাম। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে। তাদেরকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ