অন্যান্য

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

  প্রতিনিধি 16 July 2025 , 1:02:15 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রতিনিধঃ

বুধবার ( ১৬ জুলাই ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সভাটির সঞ্চালনা করেন দুমকি উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক, সাইফুল আলম মৃধা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের জীবনে প্রত্যক্ষভাবে পড়ছে। তাই নারী নেতৃত্বকে সামনে এনে, পরিবেশবান্ধব উদ্যোগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গেটকা প্রকল্পের উদ্যোগ।

সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আবুজর মোঃ ইজাজুল হক

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার,মোহাম্মদ আলী। জেলা স্বন্ময়কারী মোঃ হাসান উল বান্নাহ্ ও নাদিয়া সুলতানা। আরো ছিলেন,তারিকুল ইসলাম
ফাইন্যান্স অফিসার
এন এস এস। দুমকি উপজেলার এন এস এস এর সমন্বয়কারী ইশরাত জাহান ও দুমকি উপজেলার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জাহিদুল ইসলাম প্রমুখ।

দুমকি উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা গেটকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এই প্রকল্প নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ওয়েব ফাউন্ডেশন ও এনএসএস প্রতিনিধিরা জানান, প্রকল্পের আওতায় নারী ও যুবদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার কাজ করা হবে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ