অন্যান্য

পণতীর্থ ও মহাবারুণী স্নান স্থান পরিদর্শন করলেন পুলিশ সুপার

  প্রতিনিধি 24 March 2025 , 3:31:57 প্রিন্ট সংস্করণ

 

তোফাজ্জল ইসলাম —- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন যাদুকাটা নদীর পাড়ে অবস্থিত পণতীর্থ ও মহাবারুণী স্নান এলাকা পরিদর্শন করেছেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। আজ সোমবার (২৪ মার্চ) সকালে তিনি এ স্থানটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার পণতীর্থ ও মহাবারুণী স্নানের স্থানটির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি সেখানে আগত পুণ্যার্থীদের সাথে কথা বলে তাদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত যাদুকাটা নদীর তীরে ঐতিহ্যবাহী মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে। এতে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ