
আসাদুজ্জামান রিফাত
নোয়াখালী সদর প্রতিনিধিঃ আজ সোমবার,১০ মার্চ ২০২৫ খ্রিঃ নোয়াখালী জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ নোয়াখালী কর্তৃক জেলার সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেন পুলিশ সুপার নোয়াখালী।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার,নোয়াখালী মোঃআব্দুল্লাহ্-আল-ফারুক,আসন্ন পবিত্র ঈদুল ফিতর’কে সামনে রেখে পুলিশ সুপার নোয়াখালী জেলার সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন সিসি ক্যামেরা স্থাপন করা, নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে পাহারা দেওয়া এবং সবাইকে ঐক্য বদ্ধ হয়ে থাকা। সকল ধরনের গুরুত্বপূর্ণ জরুরী তথ্য ও আইনী সেবা পেতে নোয়াখালী জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান।
পরবর্তীতে সড়ক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ইব্রাহীমসহ নোয়াখালী জেলার দোকান মালিক সমিতির সভাপতি-সেক্রেটারী, ব্যবসায়ী সমিতির সভাপতি -সেক্রেটারী, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি – সেক্রেটারী, নোয়াখালী সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি -সেক্রেটারী, নোয়াখালী বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি-সেক্রেটারি সহ নোয়াখালী জেলার সকল ব্যবসায়ী বৃন্দ।