অন্যান্য

পরিবেশ রক্ষায় কুড়িগ্রামে কলাপাতায় লবণ বিক্রয় 

  প্রতিনিধি 20 November 2024 , 1:19:53 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষার্থে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন। পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারি বা তৎপরতা না থাকার কারণে সরকারের এই আইনকে উপেক্ষা করে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে যখন ক্রেতা এবং বিক্রেতারা যত্রতত্র ভাবে নিষিদ্ধ পলিথিন ব্যবহার অবাধে করে যাচ্ছে।

 

ঠিক তখনি পলিথিনের ব্যবহার নিষিদ্ধের সরকারের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষার্থে নিজ উদ্যোগে কলাপাতায় লবণ বিক্রি করে সবার নজর কেড়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারের ৩৫ বছর ধরে খুচরা লবণ ব্যবসায়ী শমসের আলী। গত এক সপ্তাহ ধরে তার দোকানে খড়িবাড়ি বাজারে কলাপাতা দিয়ে মোড়ানো হাফ কেজি, ১ কেজির লবণের প্যাকেট তৈরি করে ক্রেতাদের কাছে বিক্রি করছেন তিনি।

 

তার এই কলাপাতা মোড়ানো লবণের প্যাকেট ও দোকানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। অনেকেই তার দোকানে প্রাচীন পদ্ধতির এই ব্যতিক্রম উদোগ দেখতে ভিড় জমাচ্ছেন। পলিথিনের ব্যবহার কমাতে কলার পাতা সহজলভ্য, প্রাকৃতিকভাবে এটি পচনশীল এবং পরিবেশবান্ধব, যা পরিবেশ রক্ষা ও সচেতনতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

কলাপাতায় লবণ কিনতে আসা আলিম উদ্দিন সলিমুদ্দিন ও এলাকাবাসী জাহিদুল হক ও শাহানুর মিয়া জানান, ২৫ থেকে ৩০ বছর আগে আমরা বিভিন্ন পাতায় লবণ কিনতাম, কিন্তু ২০ বছর ধরে আমরা পলিথিনের লবণ কিনে আসছি, হঠাৎ করে শমসের আলী দোকানে কলা পাতায় মোড়ানো লবণ বিক্রির দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সেই পুরনো দিনে আমরা ফিরে গেছি।

 

কলাপাতায় খুচরা লবণ ব্যবসায়ী শমসের আলী জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে লবণের ব্যবসা করে আসছি সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে গত প্রায় এক সপ্তাহ ধরে বাজারে কলাপাতা দিয়ে মোড়ানো ১ কেজি, হাফ কেজি ওজনের লবণ পাতায় মুড়িয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছি। পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প কলাপাতা ব্যবহার করলেও কোনো কোনো ক্রেতা অনাগ্রহ প্রকাশ করলেও কলাপাতা পদ্মপাতাসহ প্রাকৃতিক পন্যে লবণ বিক্রি করে যেতে চান এ ব্যবসায়ী।

 

প্রত্যন্ত গ্রামের এ ক্ষুদ্র ব্যাবসায়ীর পলিথিন বর্জনকে স্বাগত জানিয়ে কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকী জানান, গোটা বাংলাদেশের ব্যবসায়ীরা যেমন বিষাক্ত পলিথিন বর্জন করবেন তেমনি উৎপাদনকারীরাও নিবৃত হবেন। তবেই আমাদের পরিবেশ তার স্বাভাবিকতা ফিরে পাবে। পরিবেশ রক্ষায় শমসের আলীর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

আরও খবর

খুলনায় অতিবৃষ্টি: ক্ষেতেই পঁচলো ৩৫ কোটি টাকার সবজি

মনিরামপুরে রাজনৈতিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

হাতীবান্ধায় হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তারঃ

কুয়াশার চাদরে ঢাকা দেশ, জেঁকে বসেছে শীত: শৈত্যপ্রবাহ শুরু কাল

পবিত্র মা‌হে রমজানের আগমন উপল‌ক্ষে ‎রায়পুরে জামায়া‌তের স্বাগত মিছিল

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

                   

জনপ্রিয় সংবাদ