প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ১০:১৪ এ.এম
পরীক্ষা দিতে যাওয়ার সময় চাচা- ভাতিজির মৃত্যু

আব্দুল লতিফ সরকার
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ চাচা ও ভাতিজি দুই জন নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণামতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাভিলা পরিবহনের সাথে শুক্রবার সকাল ১০ টায় মুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেল চালক রমজান আলী নিহত হন। এবং পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশিকে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিল।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.