প্রতিনিধি 15 June 2025 , 8:09:22 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে এসে প্রাণ হারিয়েছেন স্মৃতি আক্তার (২৬) নামে এক নারী পর্যটক। এ ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) নিহতের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় বর্ষা ইসলামকে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, যশোর জেলার চৌগাছা থানার আড়পাড়া গ্রামের বাসিন্দা বর্ষা ইসলাম বৃষ্টি তার পরিচালিত ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করে থাকেন। তার ঘোষিত ‘ক্রিসতং-রুংরাং সামিট (৩০তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত ৮ জুন আলীকদমের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।১৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন আগে, ১২ জুন, উদ্ধার করা হয় একই দলের আরেক সদস্য শেখ জুবাইরুল ইসলামের মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন মো. হাসান চৌধুরী শুভ নামের এক পর্যটক।
এজাহারে আরও বলা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁর সহযোগিতায় ৩৩ জনকে নিয়ে দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকায় ট্যুর পরিচালনা করেন। ১০ জুন বর্ষা ১২ জন পর্যটকসহ খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের দিকে রওনা দেন। পরবর্তীতে পর্যাপ্ত গাইড ছাড়া কিছু সদস্যকে মো. হাসান চৌধুরী শুভর তত্ত্বাবধানে ফেরত পাঠানোর সময় পাহাড়ি ঢলে তারা দুর্ঘটনায় পড়েন।
পুলিশ জানিয়েছে, বর্ষা ইসলামের বিরুদ্ধে অবহেলা, অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ ট্যুর আয়োজন এবং পর্যটকদের নিরাপত্তায় গাফিলতির অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্যুর পরিচালনায় সঠিক অনুমতির গুরুত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বিভিন্ন গণমাধ্যমের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে।
ছবি সংগৃহীত