মোঃ ইসমাইল হোসেন নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের
চাঁদপাড়ায় মহানন্দা নদীর কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে দামুস বিলাস নামে একটি ভ্রমণকেন্দ্র। এটি নাচোল ও গোমস্তাপুর এ দুই থানার অন্তরগত এর মনোরম সৌন্দর্য এরই মধ্যে মুগ্ধ করেছে অগণিত বিনোদনপ্রেমীকে। চারদিকে অথৈ জল আর এর মধ্যেই উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে দামুস বিলাস পর্যটন কেন্দ্র। ছোট-বড় ডিঙি নৌকায় বিনোদনপ্রেমীরা ঘুরে বেড়ান দিগন্ত বিস্তৃত এই বিল। পয়লা জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ দামুস বিলের সৌন্দর্যবর্ধণ কাজের উদ্বোধনের পর থেকেই সেখানে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়ে গেছে। প্রতিদিনই তরুণ, যুবক, বৃদ্ধ দামুস বিলাসের প্রকৃতি ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। কেউ মুঠোফোনে সেলফি তুলছেন, কেউ বিলের পানিতে স্নানে মেতে উঠছেন আবার কেউ নৌকা নিয়ে পুরো বিলের সৌন্দর্য উপভোগ করছেন। আশপাশের উপজেলাসহ জেলা শহর থেকেও অনেকে এখানে ছুটে আসেন দুদন্ড প্রশান্তির আশায়। এতে করে উপজেলার এই এলাকা ঘিরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা।
দামুস বিলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে উচ্ছ্বসিত স্থানীয়রাও। বিনোদনপ্রেমীদের মতে, স্থানীয় প্রশাসন ও সরকারি উদ্যোগেই সম্ভব এই স্পটটিকে দেশের অন্যতম পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, সরকারিভাবে নজর রয়েছে দামুস বিলাসের সৌন্দর্য কীভাবে বাড়ানো যায়, যাতে এটি ভবিষ্যতে একটি পর্যটন এলাকা হিসাবে গড়ে ওঠে।