প্রতিনিধি 16 March 2025 , 2:45:31 প্রিন্ট সংস্করণ
মোঃ ইকরামুল হাসান
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন অন্যতম সংগঠক প্রয়াত আবুল হোসেন আওয়াল এর স্মরণে ইফতার মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় গতশনিবার ১৫ মার্চ ২০২৫ খ্রি. মাগুরা মহম্মদপুর গাজীরমোড় বাজারে আবুল হোসেন আওয়াল ফাউন্ডেশনের আয়োজনে মাগুরা জেলা ছাত্রদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকরামুল হক পারভেজ এর সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল ও স্মরণ সভা করা হয়।
প্রয়াত আবুল হোসেন আওয়াল স্মরণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার, মহাম্মদপুর উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মহাম্মদপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোঃ জহুরুল হক জহুর, মাগুরা জেলা ছাত্র সাবেক সহ সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন রানা, কাজী সালিমা হক ডিগ্রী কলেজ ইংরেজি প্রভাষক ও মাগুরা জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুর জামান রিংকু প্রমুখ।
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক পারভেজ জানান, আমার পিতা প্রয়াত আবুল হোসেন আওয়াল পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সংগঠক ও সমাজসেবক ব্যক্তি ছিলেন। তার স্মরণে এখানে ১২০০ জনের অধিক রোজাদার ব্যক্তির ইফতার ও দোয়া মাহফিল করা হয়