অন্যান্য

পশুর নদে গ্যাসের জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, নিখোঁজ জেলের সন্ধানে কোস্ট গার্ডের অভিযান।

  প্রতিনিধি 2 November 2024 , 7:11:59 প্রিন্ট সংস্করণ

মো:ফয়সাল হোসনে ,

মোংলা প্রতিনিধি:

মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় পাঁচ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ হন। শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দূর্ঘটনা ঘটে। তার নাম আব্দুল হাকিম (১৮)। তার বাড়ী খুলনার লাউডোব এলাকায়। তাকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে চাচ্ছিলো। এসময় উল্টো থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এসময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়ে। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ থাকেন। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পশুর নদের করমজল এলাকায় অভিযান চালায়। তবে দুপুর ১২ টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মোঃ জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়ো কাটা গ্রামের বাসিন্দা। উক্ত ঘটনাটি মোংলা বন্দর কর্তৃক কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষনিক কোস্ট গার্ডের দুইটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করেছেন তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ