প্রতিনিধি 14 April 2025 , 7:37:03 প্রিন্ট সংস্করণ
সাইফুল ইসলাম
১৪ই এপ্রিল, ২০২৫
১লা বৈশাখ,১৪৩২
পহেলা বৈশাখের মাঝে বাঙালী খুজে পায় নিজস্ব ঐতিহ্য,সংস্কৃতি ও চেতনাস্বরূপ।পহেলা বৈশাখ বাঙালির জাতির জীবনে একটি পরম আনন্দের দিন।বাঙালী জাতির ঐতিহ্যবাহী এই বর্ষবরণের দিনে রংপুর কেন্দ্রীয় কারাগারের অভন্তরের মাঠে বন্দীদের জন্য এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন কারা কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে মঞ্চে বন্দীদের মাঝে কারাবিধি অনুযায়ী শৃঙ্খলাজনীত বিষয়ে কথা বলে বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।এই অনুষ্ঠানে কারারক্ষী ও বন্দীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন।তবে প্রথমে শুরু রবীন্দ্রসংগীত এসে হে বৈশাখের গানের মধ্য দিয়ে। পরবর্তীতে ভাওয়াইয়া,দেশাত্মবোধক, লালনগীতি ও বাউলগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
অপরদিকে সর্বমোট ১০১৯ জন বন্দীদের বৈশাখ হিসেবে বিশেষ খাবারের ব্যবস্থা করেন কারা কর্তৃপক্ষ।সকালের খাবারের আয়োজনে ছিলো পান্তা ভাত,শুটকি ভর্তা,আলু ভর্তা ও ইলিশ মাছ ভাজি।দুপুরের খাবার হিসেবে আয়োজন করা হয় পোলাও,মুরগীর মাংস, বুটের ডাল, মিষ্টি এবং পানসুপারি।রাতে আয়োজন করা হয় ভাত,আলুরদম,রুইমাছ ভাজি।
বন্দীদের খাবার পরিবেশনের সময় উপস্থিত ছিলেন রংপুর ডি আইজি প্রিজন্স তৌহিদুল ইসলাম, সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন, জেলার আনোয়ার হোসেন, ডেপুটি জেলার, সর্বপ্রধান কারারক্ষী ও অন্যানো কারারক্ষীবৃন্দ।