অন্যান্য

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

  প্রতিনিধি 17 March 2025 , 5:01:45 প্রিন্ট সংস্করণ

মোঃ মাফিজুল ইসলাম

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রি কেওতা বালিয়াপাড়া গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া মা-ছেলের মধ্যে ছেলে মোজাম্মেল হকের (৫৫) মৃত্যু হয়েছে। এঘটনায় দগ্ধ হওয়া মা জরিনা বেগুম (৭৫) হাসপাতালে চিকিৎসাধীণ আছেন। রবিবার (১৬ মার্চ) ঢাকার বারডেম হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীণ অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে।

 

মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুরনবী হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, গত (১১ মার্চ) ভোররাতে সেহরী খাওয়ার জন্য ঘরের ভেতরে রান্না করতে যান মা জরিনা বেগুম। এসময় গ্যাসের সিলিন্ডারে আগুন জ্বালানোর চেষ্টা করলে তা মুহূর্তেই বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন জ্বলে উঠে। তখন ঘরের ভেতরে থাকা মা-ছেলে দুজনেই দগ্ধ হয়। এসময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মা ছেলের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর পাশাপাশি আহত মা ছেলেকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে রোগীর অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকা ন্যাশনাল ব্রণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে মা-ও ছেলেকে ভর্তি করানো হলে আজ (১৬ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় ছপলে মোজাম্মেল হকের মৃত্যু হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ