অন্যান্য

পাঁচবিবিতে বারকান্দ্রী খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে ৭তম প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  প্রতিনিধি 23 October 2024 , 5:15:36 প্রিন্ট সংস্করণ

মোঃ গোলাম মোরশেদ

উপজেলা প্রতিনিধিঃ পাঁচবিবি

খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত সমাজ গড়ি ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দ্রী ফুটবল মাঠে বারকান্দ্রী খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজিত ৭তম প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
খেলোয়ার কল্যান সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেলের সঞ্চালনায়, ইউপি সদস্য নুরুন্নবী’র সভাপতিত্বে, প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন , মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে, খেলাধুলা জাতির প্রাণই অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবেনা জানিয়ে তিনি আরো বলেন যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই সমাজের মাদকসেবীদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারকান্দ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ডুগডুগিহাট ইসলামী প্রী ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক আবু রায়হান, ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক, ও যুবদলের আহবায়ক কমিটির সদস্য সোহেল রানা।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড় কল্যাণ সমিতির সকল সদস্য বৃন্দ।
১৬ দলের প্রীতি টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খিদিরপুর ফুটবল একাদশ দলকে আরজি পাড়া ফুটবল একাদশ দল ১-০ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করেন পানিওল কিসকো, সহকারী রেফারি ছিলেন মুহিন ও আব্দুল মান্নান। ধারা বর্ণনায় ছিলেন রাকিব বাবু ও সাজু মিয়া।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ