প্রতিনিধি 23 October 2024 , 6:51:05 প্রিন্ট সংস্করণ
মোঃ গোলাম মোরশেদ
আজ মঙ্গলবার বিকালে ৩ ঘটিকায় পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দ্রী সুকুমার সিংহ বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২০ তম সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অতিথিদের সংবর্ধনা প্রদান, উপকরণ বিতরণ, সংঘদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারকান্দ্রী সুকুমার সিংহ বৌদ্ধ বিহারের শ্রীঃ বাবুল সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন,
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, জয়পুরহাট সেনাবাহিনীর অফিসার মাহমুর আলী,
উত্তরবঙ্গের বৌদ্ধ ফেডারেশন নঁওগার বাবু বৈদ্যনাথ টপ্প্য, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ পাঁচবিবির বাবু সুভাষ চন্দ্র দাস।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসাবে বক্তব্য, অধ্যক্ষ মৎ শীলভদ্র মহাথের ধর্মীয় প্রধান আলোচক কোটবাড়ি কুমিল্লা, শুভ মিত্র মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহার,সুমানন্দ ভিক্ষু ছাতনীপাড়া আনন্দ বৌদ্ধ বিহার নবাবগঞ্জ, সংঘরত্ন থের পীরপাল বৌদ্ধ বিহার পাঁচবিবি, শুশিখি প্রিয় ভিক্ষু পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাঁচবিবি, চন্দ্র বংশ ভয়ালপুর বিশ্বানাথ বৌদ্ধ বিহার নওগাঁ, ধর্মা নন্দ ভিক্ষু সহ অনেকেই।