মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের সীমান্তঘেঁষা পাঁচবিবি থানা পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোছা. আফরোজা আকতার চৌধুরী।
সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার আমির হামজা, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি পুলিশের দায়িত্বশীলতা, সেবার মান ও জনগণের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া থানার অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনে স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্ব সহকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।