আল আমিন
পাঁচবিবি পৌরসভার অন্তর্গত নিমতলা কাপড় পট্টিতে কাপড় কেনাকাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অদ্য রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার সময় নিমতলা বাজারের "আরিফ গার্মেন্টস" দোকানে মোঃ সুবর্ণ (২৫), পিতা: মোঃ আইনুল ইসলাম, সাং: মদিনা মসজিদ, পাঁচবিবি, এবং দোকানের মালিক মোঃ আরিফ হোসেন, পিতা: মোঃ জহুরুল ইসলাম, সাং: টিএনটি পাড়া, পাঁচবিবি—এই দুইজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
পরবর্তীতে সুবর্ণের নেতৃত্বে ৮-১০ জন যুবকের একটি দল এসে "আরিফ গার্মেন্টস" দোকানে হামলা চালায়। তারা দোকানের ক্যাশ কাউন্টারে থাকা ৭৯ হাজার টাকা লুটপাট করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এরপর পার্শ্ববর্তী "অঞ্জলি ফ্যাশন" নামক আরেকটি দোকানে প্রবেশ করে এবং দোকান মালিক শ্রী বাপ্পি বিশ্বাসের ক্যাশ থেকে ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
এই ঘটনার পরপরই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
এদিকে, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয় ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো বাজার এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।