প্রতিনিধি 15 March 2025 , 1:46:07 প্রিন্ট সংস্করণ
মোঃ মাফিজুল ইসলাম
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পশ্চিম উচনা সীমান্তে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও এ্যামপোল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে হাটখোলা বিওপির সুবেদার মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৬৮ বোতল ফেনসিডিল ও এ্যামপোল ৯৮০ পিস উদ্ধার করেছে। যার আনুমানিক সিজার মূল্য প্রায় পোনে ৬ লক্ষ টাকা বলে জানায় বিজিবি। হাটখোলা বিওপি কমান্ডার আলাউদ্দিন বলেন, রাতের অন্ধকারে মাদক কারবারীরা সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে উদ্ধারকৃত মাদকগুলো উচনা সীমান্তের মেইন পিলার ২৮১ এর ৫ সাব পিলার এলাকা দিয়ে ৫০ গজ দেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহল দলের সদস্যরা চোরাকারবারিকে ধাওয়া দিয়ে সেগুলো উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাদকগুলো ফেলে পালিয়ে যায়।