অন্যান্য

পাংশায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি 23 April 2025 , 3:09:17 প্রিন্ট সংস্করণ

নাফিজ আহমেদ

 

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মধ্যরাতে বউয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে মোঃ নাঈম মোল্লা (২৩) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

 

বুধবার (২৩ এপ্রিল) অনাগত রাত ২ টা ৩০ মিনিটে নিজের থাকার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

মৃত ওই যুবক উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি গ্রামের মালয়েশিয়া প্রবাসী কামরুল হাসানের ছেলে।

 

স্থানীয়রা বলেন, নাঈমের একটি দোকান ছিল। দোকান চালাতে গিয়ে অনেক টাকা ঋণ হয়ে যায়। সেই ঋণ পরিশোধ করতে না পেরে নাঈম আত্মহত্যা করেছে বলে মনে করছেন তারা। নাঈম কিছুটা মাদক আসক্ত ছিল। রাতেও সে কিছু একটা খেয়ে বাড়িতে ঘুমাতে এসেছিল বলেও জানা যায়।

 

এ ঘটনা তার স্ত্রী মুক্তা খাতুন বলেন, আমার স্বামী রাত ৯টার দিকে বাসায় ফিরে আমার শশুরের সাথে ফোনে কথা বলেন। এসময় আমরা বুঝতে পারি যে সে বাহির থেকে ঘুমের ঔষধ বা কিছু একটা খেয়ে এসেছে। যে কারনে কিছুটা মাতাল অবস্থায় ছিলেন। এ কারনে রাতের খাবার না খেয়ে সে ওই ভাবেই ঘুমিয়ে পরে। এবং তার সাথে আমিও ঘুমিয়ে পরি। রাত ২.৩০ দিকে আমি বাইরে যাওয়ার জন্য উঠলে দেখতে পাই আমার স্বামী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছে। তখন আমি চিৎকার করে সবাইকে ডাক দেই। আমার স্বামী দোকান চালাতে গিয়ে কিছু টাকা ঋন থাকার ফলে অনেক হতাশাগ্রস্থ ছিলেন।

 

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ