অন্যান্য

পাইকগাছায় জমির ডিড এবং লাভের টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন।

  প্রতিনিধি 11 November 2024 , 3:39:47 প্রিন্ট সংস্করণ

 

ক্রাইম রিপোর্টার (পাইকগাছা খুলনা)

 

পাইকগাছায় জমির ডিড এবং লাভের টাকা আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেন পাইকগাছা বিশিষ্ট ব্যবসায়ী মৃত: ফসিয়ার রহমানের ছেলে মোঃ মাশফিয়ার রহমান সবুজ।

 

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী মৌজার প্রকৃত জমির মালিকদের নিকট হইতে রেজিস্টার ডিড ৭০০ বিঘাতে প্রয়াত আলহাজ্ব ফসিয়ার রহমান ৮০ দশক হতে প্রায় ৩৫ বছর যাবৎ জমির মালিকদের সন সন হারী প্রদান পূর্বক মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছিলেন। তার আলোচনায় রিফাত জমির মালিকরা সন্তুষ্ট ছিলেন। এতে করে মৎস্য লীজ ঘের আর জীবদ্দশায় অন্য কোথাও হস্তান্তর করেনি। অতপর, ফসিয়ার রহমানের মৃত্যুর পর উক্ত মৎস্য লীজ ঘের তার ছেলে মোঃ মাশফিয়ার রহমান সবুজ নিজে দায়িত্ব নিয়ে ঘের পরিচালনা শুরু করে। এমতাবস্থায় ফসিয়ার রহমানের শেষ ডিডের মেয়াদ শেষ হলে তার ছেলে মাশফিয়ার রহমান সবুজ গত ইং- ২৫/০২/২০১৮ তারিখ হতে ৩১/১২/২৪ পর্যন্ত ৫ বছরের জন্য ১২২৪ নং এককেতা লীজ এগ্ৰিমেন্ট দলিল রেজিস্ট্রি করিয়া নেন। ডিড মিয়াদে তপসীল বর্ণিত ৭০০ বিঘা জমিতে ধান ও মাছ উভয় প্রকার ফসল উৎপন্ন প্রকল্প পরিচালনা করে আসছিলেন।

 

পরবর্তীতে মাফিয়াদের অর্থের বিশেষ প্রয়োজন হওয়ার মৎস্য লীজ ঘের টি যোথ ব্যবসার জন্য দেলুটি ইউনিয়নের দিঘলিয়া গ্ৰামের মৃত নিরোধ বিহারী সরদারের ছেলে শিবপদ সরদারের গত ইং- ২৫/১০/২৩ তারিখ হতে ৩১/১২/২৪ পর্যন্ত পাটনার বানান। এসময় শিবপদ সরদার ঘেরের দায়িত্ব না নিয়ে তার ভাই শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি মূণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সত্য রঞ্জন কে ঘেরের দায়িত্ব অপর করে। তারা দুই ভাই আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান মোড়লের ছত্রছায়ায় অত্র এলাকায় আওয়ামী লীগ বাহিনী গড়ে তোলে। ইং- ৩১/১২/২০২৩ তারিখ হতে মাশফিয়ার রহমান সবুজ লিজের বাসায় গেলে শিবপদ ও সত্য রঞ্জন তাকে হিসাব দিতে না রাজ হন। মাশফিয়ার রহমান সবুজ কারন জানতে চাইলে তারা বলে এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান মোড়লের কাছে হিসাব নিতে বলেন। এবং ওই সময় অস্ত্রের মুখে রেখে ৩০০ টাকার নন জুডিশিয়াল ৩ টা সাদা এস্টামে স্বাক্ষর করে নেন। এবং জীবন শেষ করে দেবার হুমকি দেন।

 

উক্ত, শিবপদ ও সত্য রঞ্জনের নিকট হতে ২০২৩ সাল ও ২০২৪ সালের হিসাব করে অর্ধেক অংশের ২০ লক্ষ টাকা আদায় এবং জমির মালিকদের নিকট থেকে পুনারায় ডিড গ্ৰহন করতে পারে সেজন্য সংবাদ সম্মেলন করে তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কর্তৃক জুলাই আন্দোলনের শহীদ সাওয়ানত মাহাতাব এর কবব জিয়ারত

গোয়ালন্দে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

জনবল শূন্যতা ও চিকিৎসক অনুপস্থিতিতে ধুঁকছে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ভূরুঙ্গামারীতে নবজাতক কুড়িয়ে পেলেন নিঃসন্তান দম্পতি; নিজেদের কাছেই রাখতে চান নবজাতককে

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?