প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৬:১৯ এ.এম
পাইকগাছায় থানাপুলিশ অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেফতার : অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা)
পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেফতার করে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে।
মঙ্গলবার সকালে অপহৃতকে ডাক্তারি পরিক্ষা জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপহরণ কারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারী উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপিলমুনি কলেজের সামনে থেকে কপিলমুনির শক্তি মণ্ডল ছেলে শুভ মণ্ডল (২০) ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় গত ১০ ফেব্রুয়ারি, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেব নাথ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই রাতেই তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার দক্ষিণ ধনুয়া এলাকা হইতে ছাত্রীকে উদ্ধার করে অপহরণ কারীকে গ্রেফতার করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গত ৩০ জানুয়ী একটি কলেজ ছাত্রী অপহরণ হয়। তার পিতামাতা খোজাখুজি করে না পেয়ে থানায় মামলা করে। ওই মামলায় উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক গৌতম রায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং উদ্ধার ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.